English
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহত ২ লাখ সৈন্যঃ মার্কিন কর্মকর্তা

জেনারেল মার্ক মিলি। ফাইল ছবি

ঢাকা, ১০ নভেম্বর, ২০২২,বৃহস্পতিবারঃ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এখন পর্যন্ত ২ লাখ সেনা হতাহত হয়েছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। যুদ্ধের কারণে ৪০ হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলেও তিনি মনে করেন।

বিবিসির খবরে বলা হয়, "জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলির বক্তব্য অনুসারে ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ১ লাখ রুশ সেনা নিহত-আহত হয়েছে। একই সংখ্যক ইউক্রেনীয় সেনাও হতাহত হয়েছেন। সংঘাতের মধ্যে পড়ে ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন।"

তিনি বলেন, "শীত আসার আগে যুদ্ধ-সংঘাত বন্ধের ব্যাপারে রাশিয়া-ইউক্রেনের ভাবতে হবে। হতাহের সংখ্যা যেভাবে বাড়ছে, উভয়পক্ষকে বিষয়টি ভাবাতে পারে। প্রচণ্ড শীতে যুদ্ধে ধীর গতির লড়াই হয়। যুদ্ধ... বন্ধে করণীয় নিয়ে মস্কো-কিয়েভের আলোচনা করা উচিত।"

গত সেপ্টেম্বরে ইউক্রেন যুদ্ধে নিজেদের ৫ হাজার ৯৩৭ সেনার হতাহতের কথা জানিয়েছিল মস্কো। তবে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অধিক মৃত্যুর বিষয়টি অস্বীকার করেন। জাতিসংঘের তথ্যমতে, "যুদ্ধ শুরুর পর প্রায় ৮০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে শরণার্থী হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।"

সম্প্রতি খবর বেরিয়েছে, "রাশিয়া–ইউক্রেন যুদ্ধ আরও কয়েক বছর চলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইউক্রেনকে কৌশলী হতে পরামর্শ দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনীয় নেতাদের উৎসাহিত করছে, কিয়েভ যেন রাশিয়াকে ইঙ্গিত দেয় যে তারা শান্তি আলোচনায় আগ্রহী। এমনকি ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমাতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক আলোচনা চলছে বলেও খবর বেরিয়েছে।"




মন্তব্য

মন্তব্য করুন